Feature

মেলবোর্নে বসন্ত আড্ডায় মেতে উঠলেন বাংলাদেশী কমিউনিটির সদস্যরা

গত ২৫ শে ফেব্রুয়ারি মেলবোর্নের টার্নেইট ব্যাডেন পাওয়েল রিজার্ভে হয়ে গেলো বসন্ত আড্ডা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের প্রায় ৭০ জন অতিথি এই আড্ডায় যোগ দেন।

Bosonto Adda 2.jpeg

গত ২৫ শে ফেব্রুয়ারি মেলবোর্নের টার্নেইট ব্যাডেন পাওয়েল রিজার্ভে হয়ে গেলো বসন্ত আড্ডা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের প্রায় ৭০ জন অতিথি এই আড্ডায় যোগ দেন। Source: Supplied / Farina Mahmud

বসন্ত আড্ডার বৈকালিক এই সমাগমে দেশী নাস্তার আয়োজনে ছিলো মুড়ি-চানাচুর মাখা, সিঙ্গাড়া, চটপটি, পেঁয়াজু, কেক, কাঁচা কলার চিপস, বাদাম, মুড়কি এবং মালাই চা, যেটা পার্কেই বানানো হয়।

ফারিনা মাহমুদের উদ্যোগে গতবছরই প্রথম আয়োজিত হয় এই চা-মুড়ির আড্ডা। মূলত, কাছের বন্ধুদের নিয়ে আয়োজিত হলেও এবারে এর পরিধি আরও বিস্তৃত হয়। অতিথিদের সাথে যোগ দেন তাদের বন্ধুরাও।

ফাল্গুনের আমেজ তৈরি করতে হাতে আঁকা লণ্ঠন ও ফুলের মালা ব্যবহার করা হয় সাজসজ্জায়। অন্যদিকে, খাবার পরিবেশনে ছিলো নান্দনিকতার ছোঁয়া।
Bosonto Adda 1.jpeg
উদ্যোক্তা ফারিনা বলেন, “এটা আসলে সত্যিকারার্থে চা-মুড়ির আড্ডা। এখানে আয়োজনের খুব বেশি আড়ম্বর নেই, তাই চাপ নেই কারো উপরেই। একটা উপলক্ষে এক হয়ে হাসি-আনন্দ করাটাই এখানে মূল উদ্যেশ্য। তবে, এবারের আয়োজনে কিছু সাজ সজ্জার অনুষঙ্গ যুক্ত হয়েছে।” Source: Supplied / Farina Mahmud
এই আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তা ফারিনা বলেন, “এটা আসলে সত্যিকারার্থে চা-মুড়ির আড্ডা। এখানে আয়োজনের খুব বেশি আড়ম্বর নেই, তাই চাপ নেই কারো উপরেই। একটা উপলক্ষে এক হয়ে হাসি-আনন্দ করাটাই এখানে মূল উদ্যেশ্য। তবে, এবারের আয়োজনে কিছু সাজ সজ্জার অনুষঙ্গ যুক্ত হয়েছে।”

“এতে আমার চার জন কাছের মানুষ সাদিয়া নিঝুম, মিতা চৌধুরী, নুসরাত তৃণা ও শায়লা রিজভী খুব সহায়তা করেছে। আমরা যা কিছু বাজার করেছি সেটার খরচ আগত অতিথিরা সবাই ভাগ করে নিয়েছি নিজেদের মধ্যে। আবার আয়োজন শেষের গোছানোর সময়ও হাত লাগিয়েছেন অনেকে। আমি তাদের সবার কাছেই খুব কৃতজ্ঞ।”

আয়োজনে স্বেচ্ছায় ছবি তোলেন ফটোগ্রাফার হেমা আফরোজ। খাবার প্রস্তুত করে দেন ইশরাত মাঞ্জার অন্তরা। প্রায় ৫০ কাপ মালাই চা তৈরি হয় পার্কেই।

সন্ধ্যা নামলে হাসি আনন্দে কাটানো বিকেলের রেশ নিয়ে ফেরেন সবাই।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 29 February 2024 12:51pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends