সিডনিতে ক্যান্সার চিকিৎসায় অনুদান সংগ্রহে ‘বিগেস্ট মর্নিং টি’ এর আয়োজন

সিডনিতে সম্প্রতি ‘গুড মর্নিং বাংলাদেশ’ নামে ‘বিগেস্ট মর্নিং টি’ র মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় অনুদান সংগ্রহ করা হয়েছে। ‘ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনি’র সাথে মিলিতভাবে এর আয়োজনে ছিল ‘বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া’।

BDL 1.jpg

সিডনিতে সম্প্রতি ‘গুড মর্নিং বাংলাদেশ’ নামে ‘বিগেস্ট মর্নিং টি’ র মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় অনুদান সংগ্রহ করা হয়েছে। ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির সাথে মিলিতভাবে এর আয়োজনে ছিল বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া। Credit: Bangladesh Ladies Club Australia

সিডনির মিন্টো সাবার্বের রন মূর কমিউনিটি সেন্টারে গত ১৪ মে ২০২৩, সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল সকালের নাস্তা ও চায়ের এই আয়োজন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া এবং ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির সদস্যরা, জন্মভূমি টেলিভিশনের ইভেন্ট ডিরেক্টর কাজী রুবেল আলম এবং স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী নারীরা মিলে সকালের নাস্তার জন্য, গরম পারাটা, গরুর মাংস, ভাজি, আলুর দম, সুজির হালুয়া, পুরি, সিংগারা, ছামুচা, বিভিন্ন পদের মিষ্টি ও পিঠা, চটপটি ইত্যাদি তৈরি ও বিক্রি করে।

সকালের নাস্তার এই আয়োজন থেকে প্রাপ্ত ৬,১৭০ ডলার নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয়। সংগৃহীত এই অর্থ ব্যয় করা হবে ক্যান্সার গবেষণা, শিক্ষা, প্রতিরোধ এবং রোগীর সহায়তা পরিষেবাগুলোকে ক্যান্সারে আক্রান্ত সকলকে সহায়তার জন্য।
প্রতিবছর বিশ্বে ক্যান্সার রোগে বহু মানুষ মৃত্যুবরণ করে। অর্থ সংকটে ক্যান্সার আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। সিডনিতে ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষে ‘গুড মর্নিং বাংলাদেশ’ নামে ‘বিগেস্ট মর্নিং টি’ কর্মসূচিটি ২০০১ সালে শুরু করেছিলেন মরহুম ড. আব্দুল হক। তারই ধারাবাহিকতায় ছিল এই আয়োজন।

ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার আয়াজ চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে শ্রদ্ধার সাথে স্মরণ করেন গুড মর্নিং বাংলাদেশের মূল উদ্যোক্তা মরহুম ড. আব্দুল হক-এর কথা, যিনি ২০০১ সালে এই আয়োজনটি শুরু করেছিলেন।

‘গুড মর্নিং বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ড. আব্দুল হকের স্ত্রী লায়লা হক অত্যন্ত নিষ্ঠার সাথে সেই প্রথম থেকেই তার স্বামীর পাশে থেকে তাকে সাহস যুগিয়েছেন। প্রতিবছরের মত এবারও তিনি নিজ হাতে কয়েকশত পরাটা বানিয়েছেন এবং তা গরম গরম ভেজে সবাইকে পরিবেশন করেছেন।
BDL 4.jpg
সকালের নাস্তার এই আয়োজন থেকে প্রাপ্ত ৬,১৭০ ডলার নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয়। সংগৃহীত এই অর্থ ব্যয় করা হবে ক্যান্সার গবেষণা, শিক্ষা, প্রতিরোধ এবং রোগীর সহায়তা পরিষেবাগুলোকে ক্যান্সারে আক্রান্ত সকলকে সহায়তার জন্য। Credit: Bangladesh Ladies Club Australia
‘ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনি’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং মরহুম ড. আব্দুল হকের কন্যা রুবায়েত হক সাথী সেই প্রথম থেকেই তার পিতার সাথে এই আয়োজনে যুক্ত ছিলেন। পিতার মৃত্যুর পর স্বামী তানভীর শহীদকে সাথে নিয়ে এটিকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন।

রুবায়েত হক সাথী বলেন, গত ২১ বছরের হিসাব অনুযায়ী ফ্যামিলিজ অফ বাংলাদেশী কমিউনিটি সিডনির ব্যানারে সকালের নাস্তার আয়োজন থেকে গত বছর ২০২২ পর্যন্ত ৩৩৭ হাজার ডলার সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলে।

উপস্থিত সুধীবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী। তিনি বাংলাদেশ লেডিস ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের আরেকজন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ তার বক্তব্যের শুরুতে গুড মর্নিং বাংলাদেশ নামক এই আয়োজনে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার অংশগ্রহণ এর জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন তার বক্তব্যে সবাইকে এই আয়োজনে উপস্থিত হয়ে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি শিরিন আক্তার মুন্নি আগত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশ এবং প্রথমবারের মত করা এই আয়োজনে আপনাদের বিপুল উপস্থিতি আমাদের ভবিষৎ চলার পথে আরো অনুপ্রেরণা যোগাবে। আপনারা যেমন অতীতে এবং বর্তমানে আমাদের পাশে থেকেছেন আগামীতেও আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
বাংলাদেশ কমিউনিটির প্রবীণ সংগঠক গামা আব্দুল কাদের তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার এমন একটি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

গুড মর্নিং বাংলাদেশ এর এই আয়োজনে সুধীজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর ড. সাবরিন ফারুকী, রাজনীতিবিদ ড. সিরাজুল হক-সহ বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিগণ।
সংবাদ বিজ্ঞপ্তি

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 17 May 2023 6:05pm
Updated 17 May 2023 6:27pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends