অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন

গত ১৬ই ডিসেম্বর ছিলো বাংলাদেশের বিজয় দিবস। দিবসটি স্মরণে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী শহর পার্থের বাংলাদেশিদের সংগঠন ‘বাওয়া’ কোবার্ন ইয়ূথ সার্ভিস মিলনায়তনে ১৯ ডিসেম্বর ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন Source: BAAWA

পশ্চিম অস্ট্রেলিয়ায় বসবাসকারি বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’-‘বাওয়া’ (বি.এ.এ.ডব্লিউ.এ), ‘বিজয় দিবস-২০২০’ উদযাপনের আয়োজন করেছিলো।

বাওয়া'র সংগঠকদের পক্ষে আশরাফি বীথি এসবিএস বাংলাকে জানান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাওয়া’র সভাপতি শাহেদিন শহিদ। তিনি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আগামি প্রজন্মের মাঝে দেশাত্মবোধ ছড়িয়ে দেয়ার প্রয়াসে সংগঠনটির অবদান তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন Source: বাওয়া (BAAWA)
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির আগামি প্রজন্মের শিশু-কিশোররা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহন করা অথবা খুব অল্প বয়সে মা-বাবার সাথে অস্ট্রেলিয়ায় আসা এসব শিশু-কিশোররা দেশাত্মবোধক গানের সাথে নাচ পরিবেশন ছাড়াও দ্বৈত ও দলীয় সঙ্গীত ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। সেই সাথে প্রবাসি বাংলাদেশিদের উপস্থাপনায় দেশাত্ববোধক গানের সাথে নাচ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃতি ইত্যাদি মঞ্চায়িত হয়।

অন্যদিকে ‘বাওয়া’ পরিচালিত বাংলাভাষার বিদ্যালয় ‘পাঠশালা’র খুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকায় শিশু-কিশোরদের অনবদ্য অভিনয় উপস্থিত সবাইকে আরেকবার ১৯৭১ সালে ফিরিয়ে নিয়ে যায়।
অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে বিজয় দিবস উদযাপন Source: BAAWA
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী অংশে ব্যান্ডদল ‘কে?’ এবং ‘ধ্রুবক’ দেশাত্ববোধক গান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সঙ্গীত পরিবেশন করে।

এছাড়াও ‘বিজয় দিবস-২০২০’ উপলক্ষ্যে ‘বাওয়া’ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ‘বাংলাদেশ ক্রীড়াসন্ধ্যা-২০২০’র আয়োজন করে। এতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অন্যদিকে ক্রীড়াসন্ধ্যায় উপস্থিত প্রায় চার শতাধিক প্রবাসী নানাপদের দেশীয় খাবার উপভোগ করেন।

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘বাওয়া’ অস্ট্রেলিয়ার পার্থে বিভিন্ন কর্মসূচীর পাশপাশি জাতীয় দিবসগুলো উদযাপনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আর এই ধারাবাহিকতার মাধ্যমে ‘বাওয়া’ প্রবাসে ক্রমাগত দেশাত্মবোধের স্বাক্ষর রেখে চলেছে। উদ্দেশ্য একটাই বাংলাদেশের বাইরে বাংলাদেশকে উন্নতশিরে তুলে ধরা। সেইসাথে বাংলাদেশের বাইরে বেড়ে ওঠা আগামি প্রজন্মের মাঝে বাংলাদেশকে জাগ্রত রাখা।
অস্ট্রেলিয়ার পার্থে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইউএসবিসি'র আয়োজনে বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ার পার্থে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইউএসবিসি'র আয়োজনে বিজয় দিবস উদযাপন Source: USBC
আশরাফি বীথি আরো জানান, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও (ইউ.ডব্লিউ.এ) বিজয় দিবসকে সামনে রেখে অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সোস্যাইটি অব বাংলাদেশি সংস্কৃতি’ -ইউএসবিসি অনুষ্ঠানটি আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ‘জেমস ওভাল’এ ১৬ ডিসেম্বর ২০২০ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটির সুচনা হয়। এরপর বিজয় দিবস এর স্বরণে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশীরা।

অনুষ্ঠানের পরবতী অংশে ইউএসবিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. বশিরুল হক স্বাগত বক্তব্যে আগামি প্রজন্মের মাঝে দেশাত্মবোধ ছড়িয়ে দেয়ার প্রয়াসে সংগঠনটির অবদান তুলে ধরেন। পরবতীতে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’র বাংলাদেশি কমিউনিটির ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো দেখুনঃ

Share
Published 23 December 2020 2:50pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends